Mukul Roy: মুকুলদা ঘোলা জল ভালবাসেন, গভীর জলে মাছ ধরেন, কটাক্ষ বাবুলের
মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পরই কার্যত সামনে চলে এসেছে বিজেপির অন্দরের ফাটল। শুক্রবার বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জন প্রতিনিধি। এদিন বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, সভায় ছিলেন না বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া।
বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।
ঘরছাড়া বিজেপি নেতা ঘরে ফিরতেই মারধরের অভিযোগ৷ হাওড়ার বাগনানের ওড়ফুলি এলাকার ঘটনা৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের৷
মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই কটাক্ষ বাবুল সুপ্রিয়র৷ ‘রাজনৈতিক নেতাদের মানুষ অপছন্দ কেন করবে না? রাজনৈতিক নেতাদের থেকে মানুষ নৈতিক কিছু আশা করে না৷ দল অনেকেই বদলায়, সেটা ঠিক আছে৷ কিন্তু ব্যাডমিন্টনের শাটলের মতো এদিক-ওদিক করার একটা বয়স আছে৷ আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম৷ মুকুলদা ঘোলা জল ভালবাসেন, গভীর জলে মাছ ধরেন৷ সেখানেই খুশি মনে ফিরে গেছেন, ভালই হয়েছে,’ ফেসবুকে পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র৷
নিউটাউন শ্যুটআউট কাণ্ডে সুখবৃষ্টি আবাসনের ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম। নিহত দুই গ্যাংস্টারের ময়নাতদন্ত হল আরজি কর-এ। দেহ সনাক্ত করল জয়পাল ও যশপ্রীতের পরিবার। শ্যুটআউট নিয়ে তরজা তৃণমূল-বিজেপির।
সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে। এই আবেদনপত্র বাছাই করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব। শাসকদলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।