আজ বাংলায়: এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, BJP-র বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দলের নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
দলের জেলা সভাপতি, বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত শিশির অধিকারীও (Sishir Adhikari)। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, ‘কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন।দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাঁরা সাহস করে আমার সঙ্গে থাকতে চান, থাকুন। যাঁরা লুঠেরাদের সঙ্গে যেতে চান, চলে যান।' নাম না করে শুভেন্দু (Suvendu Adhikari)ও তাঁর অনুগামীদের বার্তা মমতার। কোচবিহারে রাসমেলায় আমন্ত্রণ পত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণ পত্রে নাম নেই স্থানীয় বিধায়ক তথা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামীর (Mihir Goswami)। মেলা নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৭ ডিসেম্বর বিজেপির যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান। সেদিন উত্তরবঙ্গে সচিবালয়ে দেওয়াল ভাঙার হুমকি দিলেন সায়ন্তন বসু (Sayantan Basu)। এটা গণতন্ত্রের ভাষা নয়, পাল্টা মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)