Swine Flu: হাসপাতালে ভর্তি একজন, সন্দেহভাজন আরও ২, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু
এনআরএস হাসপাতালে রোগী-ভোগান্তির মর্মান্তিক ছবি। মিলল না অ্যাম্বুল্যান্স, বৃষ্টির মধ্যে স্ট্রেচারে নিতে হল রোগীকে। এজেসি বোস রোডের উপর দিয়ে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে যাওয়া হল রোগীকে। এই দৃশ্য ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রের খবর, এনআরএসে করোনা চিকিৎসা চালু হওয়ায় আপাতত মৌলালি-র স্টুডেন্টস্ হেলথ হোমে চলছে বক্ষ রোগ বিভাগটি। ওই রোগীকে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল। রোগীদের নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ আছে। কিন্তু তার পরেও এদিনের ঘটনায় বিষ্মিত হাসপাতালের আধিকারিকরা। রিপোর্ট চাওয়া হয়েছে ওয়ার্ডের নাসর্দের থেকে। তারপর রিপোর্ট যাবে স্বাস্থ্য ভবনে।
করোনা আবহের এবার সোয়াইন ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। আরও দুই সন্দেহভাজনের চিকিৎসা চলছে সিএমআরআইতে। এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হরিদেবপুরের যুবকের। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। ঘটনায় শোকজ রাজ্য বিদ্যুত্ পর্ষদের ৩ কর্মী। কীভাবে ছিঁড়ল বিদ্যুতের তার, ৩ কর্মীর কাছে জবাব তলব করা হয়েছে।
তৃণমূলের পার্টি অফিসে যুবকের কান ধরে ওঠবোসের ছবি ভাইরাল। লিখিয়ে নেওয়া হল মুচলেকা। মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। অভিযুক্ত টাউন তৃণমূলের সভাপতি মেহেবুব আলম। শাস্তি দেওয়ার এক্তিয়ার আইনের। তৃণমূল কেন দাদাগিরি করবে? প্রশ্ন বিজেপির। ওই যুবক মারধরের ঘটনায় অভিযুক্ত। কান ধরে ওঠবোস করানো হয়নি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
হাবড়া পুরভায় প্রশাসকমণ্ডলীর সদস্য সংখ্যা এক ধাক্কায় বাড়ানো হল দ্বিগুণেরও বেশি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। বিজেপির অভিযোগ, পুরভোট না করিয়ে, মানুষের টাকায় পছন্দের লোকেদের পাইয়ে দেওয়ার ছক কষেছে সরকার। তৃণমূলের দাবি, আরও উন্নত পুরপরিষেবার লক্ষ্যেই প্রশাসকমণ্ডলীতে বাড়ানো হয়েছে সদস্য সংখ্যা।
সিঙ্গুরে শ্যুটআউটের পর একদিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি কোনও দুষ্কৃতী। তল্লাশি জারি পুলিশের। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সিংহেরভেড়ি গ্রামের বাসিন্দারা। আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
দুটি কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে দক্ষিণ দিনাজপুরের বিজেপি পরিচালিত বটুন গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। প্রধানের পাল্টা অভিযোগ, বিনা কারণে পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে একশো দিনের কাজের সুপারভাইজারকে নিগ্রহ করেছেন তৃণমূল কর্মীরা।
সিঙ্গুরে শ্যুটআউটের পর একদিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি কোনও দুষ্কৃতী। তল্লাশি জারি পুলিশের। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সিংহেরভেড়ি গ্রামের বাসিন্দারা। আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। সোম থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। এদিকে কলকাতার জল যন্ত্রণার জন্য প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।