(Source: ECI/ABP News/ABP Majha)
আজ বাংলায়: ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিন্দুস্থান পেট্রোলিয়ামের ইঞ্জিনিয়রের মৃত্যুর অভিযোগ
রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরাক্কার যুবকের মৃত্যু। মৃতের নাম ঋষভ মণ্ডল। ল্যাম্পপোস্টের খোলা তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা।
কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টি জল থইথই উল্টোডাঙা মোড়। কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে জল থইথই এসএসকেএম হাসপাতালের স্ত্রী রোগ ওয়ার্ড।
বেড নেই। তার উপর দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। জোড়া সঙ্কটে আপাতত করোনা রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখল, বেসরকারি হাসপাতাল ইইডিএফ। শেষমেশ স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপে অক্সিজেনের জোগান কিছুটা সামাল দেওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আপাতত নয় মাধ্যমিক। করোনা আবহে পয়লা জুন থেকে পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা পিছিয়ে যাবে, নাকি বাতিল হবে? সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলবিরোধী কাজের অভিযোগে এবার ব্যবস্থা নিতে শুরু করল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদে চারজন পঞ্চায়েত প্রধানকে বহিষ্কারের সিদ্ধান্ত শাসকদলের। শুরু হয়েছে বহিষ্কৃতদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়াও।