আজ বাংলায়: চিন্তা বাড়াচ্ছে জেলার করোনা গ্রাফও, হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন বেড়ে ৬৬ | Bangla News
রাজ্যে করোনার (Corona) দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার! রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫, কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত, উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত, সেখানে একদিনে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। হাওড়ায় (Howrah) মাইক্রো কনটেনমেন্ট জোন ৪১ থেকে বেড়ে ৬৬।
এদিকে, দেশ থেকে রাজ্য, ভয়াবহ করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখনও সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। তা সত্ত্বেও চূড়ান্ত অসচেতনতার ছবি কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায়। বরানগর (Baranagar) পুর এলাকায় মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাজারগুলি বিধি মেনে বন্ধ রয়েছে কি না তা খতিয়ে দেখতে অভিযান চালায় পুলিশ।
চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি-সহ গুলিবিদ্ধ হন চারজন। একজন আহত হয়েছেন বোমার আঘাতে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায়। চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।