আজ বাংলায় : জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।Bangla News
জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ‘কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে। এই ফতোয়া মানি না, দ্রুত রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে। বলেন তিনি। ১০ সদস্যের কমিটি গঠন সরকারের, কমিটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এছাড়াও থাকবেন, সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়িও। ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিটিকে, নির্দেস প্রশাসনের। রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে রাজ্যের শিক্ষানীতি।
মধ্যপ্রদেশের সিধিতে সাংবাদিকদের সঙ্গে বর্বরোচিত ব্যবহার। তাদের বিবস্ত্র করে লকআপে ভরল পুলিশ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ খোলায় নাট্যকর্মীকে জেলে ভরার প্রতিবাদে থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় সাংবাদিকরা। তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ
লাঠিচার্জের পর বিবস্ত্র করে লকআপে ভরে দেয় সাংবাদিকদের।