আজ বাংলায়: বামেদের ধর্মঘটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, ১১ মাস পর রাজ্যে খুলল স্কুল
কোথাও লাইনে দাঁড়িয়ে অবরোধ, কোথাও ওভারহেড তারে ছুড়ে ফেলা হল কলাপাতা। বামেদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ। উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবিতে নবান্ন অভিযানে চাকরি প্রার্থীরা। দুপুর একটা থেকে শুরু হয় মিছিল। শুরুতেই মিছিলে আটকে দেয় পুলিশ। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে নবান্ন চলো-র ডাক দেয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। পুলিশ আটকে দেওয়ার পরেই শিয়ালদাহ স্টেশনের পাশেই অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছল শীতলকুচিতে। তার আগে মাথাভাঙ্গায় রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই কর্মসূচি নিয়ে তরজায় জড়িয়েছে গেরুয়া শিবির ও তৃণমূল। কোথাও টিফিনে মেনু বদল আবার কোথাও দুটি শিফটে ক্লাস, বামেদের ডাকা ধর্মঘটের দিন ১১ মাস পর রাজ্যে খুলল স্কুল।