আজ বাংলায়: অব্যাহত রুশ আগ্রাসন, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত যুদ্ধ চলার হুঁশিয়ারি পুতিনের | Bangla News
যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে (Ukraine) অব্যাহত রুশ হামলা। পাল্টা হামলা ইউক্রেনের, নিকোলেভে রুশ বিমান ধ্বংস। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন, গ্রেফতার পাইলট। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের মিকোলাভ বন্দরে আটকে ২১জন ভারতীয় নাবিক।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে হাজার হাজার ভারতীয়। কেউ ট্রেনে উঠতে গেলে বাধা পাচ্ছেন, কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না। বিদেশমন্ত্রক জানিয়েছে, সুমিতে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হচ্ছে। খারকিভে আটকে নেই কোনও ভারতীয়।
প্রাণ হাতে করে ইউক্রেন থেকে ফিরে এলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। কীভাবে কোর্স শেষ হবে? ডিগ্রির বা কী হবে? বুঝে উঠতে পারছেন না কেউই। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটরা ভারতেই অসম্পূর্ণ ইন্টার্নশিপ শেষ করতে পারবেন বলে জানিয়েছে NMC।






























