আজ বাংলায়: কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতাকে। Bangla News
কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাসক দলের তরফে জানানো হয়েছে, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে।
কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাসক দলের তরফে জানানো হয়েছে, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। বিমান বসুকে আসার জন্য় পার্থ চট্টোপাধ্যায়ের ফোন। যাওয়ার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিল সিপিএম। প্রদীপ ভট্টাচার্যকেও ফোন করে আমন্ত্রণ পার্থ চট্টোপাধ্যায়ের। দিল্লি আছি, যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন প্রদীপ।
ভোটের আগে সল্টলেকে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা,কর্মীদের মারধরের অভিযোগ, হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ, নির্বাচনী কার্যালয়ে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বর্ধমানের পর এবার কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন। রাত পৌনে ৯ টা নাগাদ জেএনএম হাসপাতালের আইসোলেশন আগুন। ‘আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী। আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। কীভাবে ফের হাসপাতালে আগুন? এখনও ধোঁয়াশা।