West Bengal: তৃণমূল সরকারের বিরোধিতা নিয়ে বিজেপিকেই কটাক্ষ মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের
প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিতি বিতর্কে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর দাবি, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দেওয়ার পর, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘার উদ্দেশে রওনা দেন। এই ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক বাগযুদ্ধ।
তৃণমূল সরকারের বিরোধিতা নিয়ে বিজেপিকেই কটাক্ষ মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের। ‘জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে বেশি প্রয়োজন আত্মসমালোচনার।’ শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। ‘যা লিখেছি, নিজেই লিখেছি’, প্রতিক্রিয়া শুভ্রাংশুর। এবারের বিধানসভা নির্বাচনে বীজপুরে বিজেপি প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু। সেই তিনিই এবার দলের সমালোচনা করছেন।
ইয়াস তাণ্ডবের পর তিনদিন কেটে গেলেও এখনও জলমগ্ন সুন্দরবনের মৌসুনী দ্বীপ। ভেঙেছে ঘর, ভেসে গেছে চাষের জমি। সহায় সম্বল হারিয়ে জীবনে ফেরার লড়াই চালাচ্ছেন বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। খুব শিগগিরই মৌসুনী দ্বীপে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
ইয়াসের জেরে প্লাবিত হলদিয়ার একাংশ। এলাকা জলমগ্ন হওয়ায় এখনও অনেকেই ত্রাণশিবিরে।
দমদমের লালবাগানে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। মৃতের নাম বিপ্লব দাস। বয়স ৭৫ বছর। স্থানীয় সূত্রে খবর, ১০-১২ দিন আগে করোনা আক্রান্ত হয়ে সেফ হোমে চলে যান তাঁর স্ত্রী। তার পর থেকে বাড়িতে একাই ছিলেন বিপ্লব। শনিবার বাড়ি থেকে পচা গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ঝাড়খণ্ড থেকে পাহাড়ি নদীর জলের স্রোত। তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। বিচ্ছিন্ন ফরাক্কা থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তা। জলের স্রোতের মধ্যেই পেরোতে গিয়ে আটকে পড়ল লরি। মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার জন্য ৮০ নম্বর জাতীয় সড়কই প্রধান রাস্তা।