TMC: তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার পর এলোপাথাড়ি কোপ! মর্মান্তিক খুন ক্যানিংয়ে
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিজয়োৎসব পালনের পরেই খুন তৃণমূল নেতা। কুপিয়ে খুনের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নিহত নানু গাজি ছিলেন তৃণমূলের ২৪২ নম্বর বুথের সভাপতি। গতকাল ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের রেদোখালি গাজিপাড়া এলাকায় বিজয়োৎসব পালন করেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, রাতে ওই এলাকায় বোমাবাজি শুরু করে আইএসএফ আশ্রিত দুষকৃতীরা। তৃণমূলের বুথ সভাপতি নানু গাজির পরিবারের দাবি, রাত ১টা নাগাদ তাঁকে ফোন করে ডাকা হয়। বাড়ি থেকে কিছুটা দূরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার পর এলোপাথাড়ি কোপায় দুষকৃতীরা। গুরুতর জখম তৃণমূল নেতাকে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজ সকালে ঘটনাস্থলে যান ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তাঁর দাবি, রাজনৈতিক কারণে নয়, সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে এই খুন। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই নিয়ে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসে বাংলায় ৩৮ দিনে মৃত্যু হল ৫৪ জনের।