Ananda Live: বিচারপতির বাড়ির বাইরে পোস্টার, এজলাসের বাইরে ধুন্ধুমার, কড়া বার্তা রাজ্যপালের। Bangla News
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি ও হাইকোর্ট চত্বরে তাঁর নামে কুরুচিকর পোস্টার দেওয়া এবং বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। সূত্রের খবর, তিনি আরও বলেন, কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন। বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না। পাশাপাশি বিচারপতি মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যপাল বলেন, সেই সুরক্ষা ব্যবস্থায় বিচারপতি যেন আশ্বস্ত হন। সূত্রের খবর, পোস্টার খোলা হয়েছে কিনা, তাও জানতে চান রাজ্যপাল। সূত্রের আরও খবর, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারের উত্তরে সন্তোষপ্রকাশ করেন সিভি আনন্দ বোস। তবে তিনি বিষয়টি দিল্লিতে জানাবেন বলেও জানান। সূত্রের খবর, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল।