এক্সপ্লোর
Ananda Live : নিয়োগ দুর্নীতিতে আর কোনও প্রভাবশালীর যুক্ত থাকার সন্ধান কি CBI পেয়েছে ? প্রশ্ন বিচারপতির
বৃহস্পতিবারের পর শুক্রবারও, স্কুলে নিয়োগে দুর্নীতির মামলায়, বিস্ফোরক প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আসল অপরাধী কে সবাই জানে...বলে মন্তব্য করে জল্পনা উস্কে দিয়েছিলেন তিনি। শুক্রবার সেই জল্পনা আরও জোরাল করে বিচারপতি প্রশ্ন তোলেন, নিয়োগ দুর্নীতিতে CBI এবং ED’র হেফাজতে থাকা ৬ ব্যক্তি ছাড়া আর কোনও প্রভাবশালী ব্যক্তির যুক্ত থাকার সন্ধান কি CBI পেয়েছে? অভিযোগের অভিমুখ কি অন্য কোনও ব্যক্তির দিকে যাচ্ছে? তাঁদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ?






























