এক্সপ্লোর
Abdul Karim : 'ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না', মুখ্যমন্ত্রীকে অনুরোধ আব্দুল করিমের
নির্দলদের সমর্থনে প্রচারে যাব। নিজের জন্য় যেটা করতে পারতাম না, ওদের জন্য় করব। পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে ফের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Choudhury)। পাশাপাশি, তৃণমূলনেত্রীর (TMC) উদ্দেশে বললেন, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবেন না। তৃণমূলের অন্দরে এই বিদ্রোহের সুর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। অবাঞ্চিত মন্তব্য়, পাল্টা সাফাই তৃণমূলের।






























