Ananda Sakal: ফের রাজ্যে বিজেপির টিম, কসবানির্যাতনকাণ্ডেও টিম পাঠাচ্ছে বিজেপি
Ananda Sakal: ফের রাজ্যে বিজেপির টিম, কসবা গণধর্ষণকাণ্ডেও টিম পাঠাচ্ছে বিজেপি। নাড্ডার নির্দেশে আসছে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দল। ল' কলেজের ঘটনাস্থল ঘুরে দেখবে চার সদস্যের দল। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট দেবে কমিটি। কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ। বিজেপির কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব কুমার দেব। কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র। কসবায় আইন কলেজেই 'গণধর্ষণ', নির্যাতিতার গোপন জবানবন্দি। আলিপুর আদালতে কসবার অভিযোগকারিণীর বয়ান রেকর্ড। আইন কলেজেই গণধর্ষণের অভিযোগ, SIT গঠন করল পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের SIT: সূত্র। কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ। কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।






























