কাজের দিনে ধর্মঘট, অসহায় অফিসযাত্রীরা, চূড়ান্ত দুর্ভোগ, দেখুন সারা বাংলার ছবি Ananda Sakal I এ
আজ বামেদের ডাকে দেশজুড়ে ধর্মঘট, রয়েছে Congress-র সমর্থন। পাশাপাশি রয়েছে TMC-র নৈতিক সমর্থনও। আজ সকাল থেকে Dharmatala-য় প্রাইভেট গাড়ি না থাকলেও রয়েছে সরকারি বাস। অনেকেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন। রয়েছে Police Van। অন্যদিকে Howrah-তেও রয়েছে সরকারি বাস। বালি থেকে হাওড়া অবধি দেখা মিলেছে পুলিশের। বনধ সমর্থনকারীরা জুট মিলের সামনে জমায়েত করেছেন। অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন জায়গায় চলছে অবরোধ, ফলে ব্যাহত ট্রেন চলাচল। অন্যদিকে দমদম বিমানবন্দর এলাকায় পরিবহণ ব্যবস্থা যথেষ্ট স্বাভাবিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী পরিস্থিতি হয়, তাই এখন দেখার। অন্যদিকে গড়িয়াহাটে এক যাত্রীর কথায়, ‘সবে কোম্পানি খুলছে, এখন এসব ধর্মঘটের কোনও মানে হয়!” বাসের মালিকের দাবি, গাড়ির চাকার হাওয়া খুলে দিয়ে মিছিলে যোগ দিতে বলা হয়। ঘটনা শুনেই এসেছে পুলিশ। আজ বামেদের ধর্মঘট শুরু হয়েছে নির্দিষ্ট সময়ে। মোটের ওপর বাস-গাড়ি চলছে। তবে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে।