Ananda Sakal I: আজ সন্ধেয় ফিরহাদ-জিতেন্দ্র বৈঠক, থাকতে পারেন পিকেও
শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার জিতেন্দ্র তিওয়ারি। একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, একের পর এক নেতার সুরে তৃণমূলের অস্বস্তি ততই বাড়ছে। ততই বাড়ছে দলে থেকে বেসুরো গাওয়া বিধায়কদের সংখ্যা। এবার বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি, যিনি একাধারে পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও আসানসোল পুরসভার বিদায়ী মেয়র ও বর্তমানে পুর প্রশাসক। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দেওয়া বিস্ফোরক চিঠিতে রাজনীতির জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিতে না দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে দেওয়াল লিখনকে ঘিরে বচসার জেরে ঘোলার কদমতলায় বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এই দেওয়াল তাদের দখলেই ছিল। জোর করে তাদের দেওয়াল মুঝে দেওয়া হয়। আবার শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত। চার ডিগ্রি নামতে পারে পারদ। কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। তার জেরেই পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহান্তেই নামবে পারদ, জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তরফে।






























