আনন্দ সকাল (১): হাওড়া, খড়গপুর নাকি সোনারপুর? স্টেশনে পৌঁছানোর আগে চোখ রাখুন এবিপি আনন্দে
সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। সোনারপুর স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন। করোনা বিধি মানার জন্য যাত্রীদের সতর্ক করছেন নিরাপত্তা কর্মীরা। ট্রেনে সামাজিক দূরত্ব মেনেই বসেছেন যাত্রীরা। স্টেশনে নির্দিষ্ট করা হয়েছে প্রবেশ এবং বাইরে যাওয়ার রাস্তা। নিরাপত্তারক্ষীদের তৎপরতা চোখে পড়ার মতো। মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে খড়গপুর স্টেশনে ‘নো মাস্ক নো টিকিট’ পন্থা। হচ্ছে মাইকিং। ভোর ৫টা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। অন্যদিকে কর্ণাটক থেকে এনআইএর হাতে গ্রেফতার লস্কর জঙ্গি। আনা হচ্ছে কলকাতায়। ধৃত লস্কর জঙ্গির নাম সৈয়দ ইদ্রিস নবি সাব। ৩২ বছর বয়সী এই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা। এনআইএ সূত্রে জানা যাচ্ছে, ধৃত এই জঙ্গির সঙ্গে যোগ ছিল তানিয়া পরভিনের। মোবাইলের সূত্র ধরে গ্রেফতার করা হয় এই লস্কর জঙ্গির। আইএসআই-র যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান এনআইএ-র।