(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal I: ‘ভ্যাকসিন নিয়ে যাঁরা কাজ করার করছেন, আমাদের নজর করোনাতেই থকুক’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাফ কথা মোদির
আমরা কেউ বিজ্ঞানী নই, এটা নিয়ে দক্ষও নই। প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে, সেটাই মেনে চলা হবে। Corona Vaccine নিয়ে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন Prime Minister Narendra Modi। ভ্যাকসিন এলে কীভাবে তার বণ্টন হবে, তা নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার পরামর্শও দেন তিনি। কেন্দ্র-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর। বাজারে আসার আগেই নির্বাচনী রাজনীতির আবর্তে Corona Vaccine। বিহার, মধ্যপ্রদেশে ভোটের আগে বিনামূল্যে ভ্যাকসিন বিলির প্রতিশ্রুতি দিয়েছিল BJP। আগামী বছর অসম ও তামিলনাড়ুতে নির্বাচন। তার আগে ভ্যাকসিন নিয়ে একই আশ্বাস দিয়েছে বিজেপি ও তার শরিক দল। পুদুচেরিতে একই প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসও। বাঘের গুহা নয়, একেবারে বাঘের মুখ থেকে ফিরে আসা। অসমের Tezpur বিশ্ববিদ্যালয়ের কাছে আচমকাই হানা দেয় একটি বাঘ। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামনে থাকা দুই ব্যক্তির উপরে ওই বাঘটি ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। তবে শেষ পর্যন্ত দুজনেই বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন।