বিশ্বের করোনা পরিস্থিতি থেকে বঙ্গরাজনীতির টানাপোড়েন, দেখুন Ananda Sakal II
সঙ্গীত মেলার অনুষ্ঠান থেকে ফের একবার বিজেপির উদ্দেশে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বাংলাকে গুজরাত হতে দেব না। এদিকে দক্ষিণ ২৪ পরগনার কুলপির সভা থেকে আবারও তৃণমূলের উদ্দেশে ভাইপো আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ।
আগামী বিধানসভা ভোটে তিন অঙ্ক ছুঁতে পারবে না বিজেপি। বাংলায় বিজেপির মিশন টু হান্ড্রেড-এর পাল্টা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, অমিত শাহ দশবার এলেও, লাভ হবে না। পাল্টা চ্যালেঞ্জ করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের জবাব, আগামী নির্বাচনে ৫০টা আসনও পাবে না তৃণমূল।
বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু। বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক সুস্থতাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৭ লক্ষ ২৭ হাজার ৬৭২ জনের। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৯ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৭৪২ জন।