এক্সপ্লোর
Advertisement
Ananda Sakal III: দিল্লির বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়ে ট্যুইটার-বার্তা রিহানা-গ্রেটা থুনবার্গের, সঙ্গে অন্য খবর
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। কলকাতাগামী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে দুই মাসের বেশি সময় ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে প্রতিবাদ করছেন কৃষকরা। এবার কৃষকদের সমর্থনে ট্যুইট করলেন পপস্টার রিহানা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে একটি লিঙ্ক উল্লেখ করে ট্যুইটার হ্যান্ডলে রিহানা লেখেন, 'কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?' একই বিষয়ে ট্যুইটারে নিজের সমর্থন জানিয়েছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটা দেখেন, 'কৃষকদের প্রতি সহমর্মিতা রয়েছে।' এদিকে কখনও মেতে উঠলেন ধামসা মাদলের তালে, কখনও পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। উত্তরবঙ্গ মানেই চা বাগান। পাহাড়ের গায়ে সবুজ গালিচা। কিন্তু ভোটের আগে রাজনীতির আঙিনায় উঠে এসেছে এই চা বাগান। শাসক-বিরোধী সকলেরই নজর চা শ্রমিকদের (Tea Workers) ভোটবাক্সের দিকে।
Tags :
Tea Workers Adivasi Ananda Sakal Falakata Alipurduar Accident WB Polls 2021 With ABP Ananda Farmers Protest WB Election 2021 WB Elections WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls WB Polls WB Election West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement