Mamata Vs Suvendu : আজ নন্দীগ্রামে মমতা শুভেন্দু দুজনেই
আজ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে বেলা ১২:৪৫টা নাগাদ নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকে চলে যাবেন হলদিয়া (Haldia)। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন তিনি। মহকুমা শাসকের দফতর অবধি তিনি পদযাত্রা করবেন। অন্যদিকে আজই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিজেপি (BJP) কার্যালয় উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর এলাকায় তাঁর নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হবে।
শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু। সেই সময় তাঁর রোড শোতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা হয়েছে। মিঠুন চক্রবর্তীরও (Mithun Chakraborty) উপস্থিতি নিয়ে জল্পনা রয়েছে। অন্যদিকে কয়লাকাণ্ডে ফেরার ব্যবসায়ী অনুপ মাঝি (Anup Majhi) ও ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই লক্ষ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা, এই চার জেলার জেলাশাসককে সিবিআই চিঠি পাঠিয়েছে। চিঠিতে ওই চার জেলার লালার সম্পত্তির বিস্তারিত বিবরণ রয়েছে। সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার সময় জেলাশাসকদের কাছে প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, রাজ্যে লালার ৭০টি জায়গায়, জমি, বাড়ির মতো বহুমূল্যের সম্পত্তি রয়েছে।