WB Election 2021: আট দফায় নির্বাচন না করলে কোনও সমস্যাই থাকত না, করোনা নিয়ে মন্তব্য মমতার
রাজ্যে রোজই বাড়ছে করোনা (Corona) সংক্রমণের হার। চাপ বাড়ছে হাসপাতালের উপর, বাড়ছে রোগীদের হয়রানির অভিযোগও। এনআরএস (NRS) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করল মৃত করোনা রোগীর পরিবার। মোবাইল কেড়ে নিয়ে যোগাযোগ করতে না দেওয়ারও অভিযোগ উঠেছে। অন্যদিকে অন্য এক রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে করোনা চিকিৎসার সঠিক পরিকাঠামো নেই। রোগীর অবস্থা সম্পর্কে কোনও কথাই জানানো হচ্ছে না পরিবারকে। এ প্রসঙ্গে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'কে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কমিশনের (Election Commission) গাইডলাইন মানে না বিজেপি। চার দফা ভোট হয়ে গিয়েছে, কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? বিজেপি (BJP) নেতার সঙ্গে নেতাকে পাহারা দেওয়ার মানুষ বেশি। আমি বেশি গাড়ি নিই না। কিন্তু নির্বাচনী প্রচারে লোকজন আটকাবেন কী করে? আট দফায় নির্বাচন না করলে কোনও সমস্যাই থাকত না।"