Ananda Sakal IV: সংঘাতের আবহেই রাজভবনে ধনকড়-মমতা সাক্ষাৎ, কালিম্পংয়ে বিনয় তামাঙ্গের অফিসে 'ভাঙচুর' বিমলঘনিষ্ঠদের
দুপুরে সরাসরি মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আক্রমণ করেছিলেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। আর বিকেলে আচমকাই রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে নবান্নের লাগাতার সংঘাতের আবহে রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের সাক্ষাৎ উস্কে দিল জল্পনা। বুধবার বিকেল ঠিক ৫টা ১৫ নাগাদ আচমকাই পশ্চিম গেট দিয়ে রাজভবনে প্রবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সঙ্গে ছিল ফুল ও মিষ্টি।জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে কালিম্পঙে বিনয় তামাঙ্গ-এর অফিসে ভাঙচুর। অভিযোগ বিমল গুরুঙ্গ ঘনিষ্ঠদের দিকে। বৃহস্পতিবার কালিম্পংয়ে সভা করবেন বিমল গুরুঙ্গ। গতকাল থেকেই সেই সভার প্রস্তুতি চলছিল। সভাস্থলের পাশেই রয়েছে বিনয় তামাঙ্গের অফিস। আজ সকালে বিনয়পন্থীরা দেখেন অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এই বিষয়ে গুরুঙ্গপন্থীদের প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় উত্তেজনা রয়েছে।