আনন্দ সকাল (৪): ভিড় নিয়ন্ত্রণ থেকে কোভিড বিধি পালন, লোকাল ট্রেন চালুর আগে ডিএম-এসপিদের সঙ্গে আজ বৈঠকে নবান্ন
বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। রেল ঘোষণা করেছিল, আজ থেকে রেলের মান্থলি পাস পুর্ননবীকরণ করা যাবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যার খবর আসছে বিভিন্ন স্টেশন থেকে। গড়িয়া এবং বালিগঞ্জ স্টেশনে লিঙ্কের সমস্যার দরুন মান্থলি পাস ইস্যু করার কাজ আপাতত থমকে আছে।
এদিকে, আজ ১০ জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব। কীভাবে কোভিড প্রোটোকল মানা হবে, কীভাবে হবে ভিড় নিয়ন্ত্রণ, এইসব বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। রেলের কোনও আধিকারিক আজকের বৈঠকে থাকবেন না বলেই জানা যাচ্ছে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে নামতে পারেন রাজ্য পুলিশও।
অন্যদিকে নিউ নর্মালে মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর। খুলছে সায়েন্স সিটি এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়ামও। কর্মী থেকে দর্শক, প্রত্যেককে মানতে হবে করোনা বিধি।






























