ফের ঊর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গে উধাও শীতের আমেজ, সঙ্গে আরও খবর আনন্দ সকালে (৪)
বিহারে ভোট চলাকালীনই বাংলায় এসে একুশের টার্গেট ঠিক করে গিয়েছিলেন অমিত শাহ। বিহারে এনডিএ ক্ষমতায় আসার পর সেই টার্গেট পূরণেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। রণকৌশল ঠিক করতে বঙ্গে হাজির অমিত মালব্য, সুনীল দেওধরের মতো অমিত শাহের কোর টিমের সদস্যরা। বৈঠকে দলের ৫ জন কেন্দ্রীয় নেতাকে বাংলার ৫টি জোনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
বিধানসভা ভোটের আগে যৌথ কর্মসূচি নিয়ে বাম-কংগ্রেসের বৈঠকের দিনই ভাঙন সিপিএমে। বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ১০২ নং ওয়ার্ডের বিদায়ী সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর।
অন্যদিকে আকাশ মেঘলা হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমেছে। ফের চড়ছে পারদ। আপাতত উধাও শীতের আমেজ। নভেম্বরের শুরুতে যেভাবে তাপমাত্রা নেমেছিল, সেই পরিস্থিতিতে মনে হয়েছিল এবার হয়তো তাড়াতাড়ি শীতের আগমন ঘটবে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেই সম্ভাবনা নেই।






























