'দিলীপ ঘোষরা চাপে পড়ে গিয়েছে', রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' নিয়ে কটাক্ষ ফিরহাদের, বাংলাই এখন গোটা বিশ্বের কাছে মডেল, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
শিয়রে বিধানসভার ভোট। তার আগে ‘দুয়ারে সরকার’। আজ থেকে শুরু হল রাজ্যের নতুন প্রকল্প। রাজ্যের প্রকল্পকে কটাক্ষ বিরোধীদের। বাংলাই এখন গোটা বিশ্বের কাছে মডেল, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।
দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্টান্ট, আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন, তাতে লাভ হয়নি। দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
প্রথম দিনেই বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি আবাস যোজনা পরিষেবা নিয়ে উঠল স্বজন পোষনের অভিযোগ। দুয়ারে দুয়ারে বলে কেন বাড়ি থেকে দূরে ক্যাম্প করা হচ্ছে? প্রশ্ন বিজেপির। কেউ সরকারি প্রকল্পের থকে বঞ্চিত হবেন না পাল্টা তৃণমূল।
জাতিগত শংসাপত্র-সহ রাজ্যের মোট ১১টি প্রকল্পের সুবিধা দিতে রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ওয়ার্ড স্তর পর্যন্ত একাধিক শিবির করা হয়েছে। পয়লা ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মোট চার দফায় এই কর্মসূচি চলবে। মঙ্গলবার কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন ফিরহাদ হাকিম।
এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের।
শহরতলির লোকালের পর এবার আজ থেকে জেলায় জেলায় চালু হল প্যাসেঞ্জার ট্রেন। ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের। দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। পরিষেবা শুরুর হওয়ার ফলে যাতায়াতের কষ্ট অনেকটা কমবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। যদিও তাদের দাবি ভিড় কমাতে আরও ট্রেন চালাতে হবে।