Ananda Sakal (Seg 1): আজ বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী, যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দলও।Bangla News
আজ বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।
নৃশংস হত্যালীলার জেরে থমথমে বগটুই। বাতাসে এখনও পোড়া গন্ধ। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। আজ বগটুই যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এদিকে, বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের যেন বাংলার মানুষ ক্ষমা না করে। এদিকে মুখ্যমন্ত্রীর দাবি, চক্রান্ত করে বদনাম করার চেষ্টা হচ্ছে।