আনন্দ সকাল (Seg 1): দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই | Bangla News
করোনায় (Corona) দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু নিয়ে উদ্বেগ কাটছে না। গতকালও রাজ্যে ৩৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৯ হাজারের বেশি। তবে রবিবারের থেকে টেস্টও কমেছে ১৮ হাজারের বেশি। এদিকে, জিম, যাত্রা ও শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে নবান্ন (Nabanna)।
করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। বিভিন্ন বরোতে বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। এর পাশাপাশি বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশনের জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে মেয়র।
করোনাকালে (Corona) ভারতের ৮৪ শতাংশ পরিবারের আয় যখন কমেছে, তখন ধনকুবেরের তালিকায় নাম লিখিয়েছেন ৪০ জন। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অক্সফ্যামের রিপোর্টে (Oxfam Report)। সেখানে বলা হয়েছে, স্বাস্থ্য কিংবা শিক্ষাখাতে যখন বরাদ্দ কমাতে হয়েছে, তখন লাফিয়ে লাফিয়ে বেড়েছে ধনকুবেরদের সম্পত্তি।
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই মাঘে শীতের দাপট। আজও তেরো ডিগ্রির নfচে রয়েছে পারদ। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনেরবেলাতেও থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ বজায় থাকবে আরও একদিন। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফের বাড়বে তাপমাত্রা। তবে সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত খানিক স্বস্তি। প্রখ্যাত কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, এমনটাই তাঁর হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রখ্যাত শিল্পী। টানা তিন দিন ধরে তিনি রয়েছেন ভেন্টিলেশনে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় রবিবার রাতে তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়। শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল। শারীরিক দুর্বলতা থাকলেও ৯৬ বছরের নারায়ণ দেবনাথ সজাগ রয়েছেন। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।