আনন্দ সকাল (Seg 1): আরও ভয়াবহ কোভিড-পরিস্থিতি, একদিনে রাজ্যে আক্রান্ত ৬ হাজারের বেশি | Bangla News
ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার। মৃত্যু হয়েছে পুরুলিয়ার (Purulia) ব্লক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সংক্রমিত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।
করোনা (Corona) সংক্রমণ এড়াতে আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। ১ মাস পিছিয়ে গেছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি। বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধে সাতটার পর, প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে না লোকাল ট্রেন (Local Train)। চালু রাত্রিকালীন বিধিনিষেধ।
অন্যদিকে, অবশেষে স্বস্তি গোসাবার (Gosaba) চরঘেরি গ্রামে। তিনদিন পর সুন্দরবনের জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। আজ সকালে গাড়াল নদীর ধারে তার পায়ের ছাপ দেখতে পান বন দফতরের (Forest Department) কর্মীরা। পায়ের ছাপ দেখে পরীক্ষা করে নিশ্চিত বন দফতর। বাঘ তাড়াতে রাতভর ফাটানো হয় পটকা।