Ananda Sakal (Seg 1): এবার ইউক্রেনের সুমিতে রুশ হামলা, আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। Bangla News
এবার ইউক্রেনের সুমিতে রুশ হামলা। এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর। দিন ও সময় শীঘ্রই জানানো হবে, নির্দেশ পেলে দ্রুত সুমি ছাড়তে হবে, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাশাপাশি, আজ সকালে ইউক্রেন ফেরত ১৬০ জন ভারতীয়কে নিয়ে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে দেশে ফিরেছে বিশেষ বিমান। অন্যদিকে, দেশ ছাড়ার অপেক্ষায় এখনও খারকিভ স্টেশনে হাজার হাজার মানুষের ভিড়। সংবাদ সংস্থা এপি-র রিপোর্টে উল্লেখ, যুদ্ধের ১১ দিনেই ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন ১৫ লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় মানব সঙ্কট, রিপোর্টে দাবি সংবাদসংস্থা এপি-র।
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর এবার ইউক্রেনের এক জলবিদ্যুৎ কেন্দ্রও কব্জা করে ফেলল রাশিয়া। দুই শহরে আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইউক্রেন লড়াই বন্ধ করলে, রাশিয়া সামরিক অভিযান বন্ধ রাখবে বলে জানিয়েছেন পুতিন।