Ananda Sakal (Seg 1): বিক্ষিপ্ত অশান্তির আবহেই কলকাতা পুরভোট, ৩৬ নং ওয়ার্ডে বোমাবাজি| Bangla News
বোমাবাজি, রক্তপাত, মারপিটের মধ্যেই মিটল কলকাতার পুরভোট (KMC Election)। বিভিন্ন জায়গায় আক্রান্ত হলেন বিরোধী দলের প্রার্থীরা। উঠল ছাপ্পাভোট, বুথ দখলের অভিযোগও। যদিও, বিরোধীদের অভিযোগের জবাবে, তৃণমূল কটাক্ষের সুরে বলছে, নাচতে না জানলে উঠোন বাঁকা।
কলকাতা পুরসভার ভোটে বোমাবাজি। ভোট চলাকালীন ৩৬ নম্বর ওয়ার্ডের দুই জায়গায় বোমাবাজি হয়। টাকি বয়েজ স্কুলের সামনে বোমার আঘাতে গুরুতর আহত হন ২ জন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
বছর শেষে শীতের ধুন্ধুমার ব্যাটিং। কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে। আজ মরশুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন। গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শীতের।
অসমের ধুবড়িতে বুনো হাতির হানা। ধুবড়ি জেলার তামারহাট এলাকায় গ্রামবাসীর ওপর বুনো হাতির হামলা। আহত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। হাতিটিকে তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে বন বনদফতরের কর্মীরা।