আনন্দ সকাল (Seg 2): এবিপি আনন্দের খবরের জের, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত | Bangla News
এবিপি আনন্দের খবরের জের। চলন্ত ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। শুক্রবার শান্তিপুর লোকালের মহিলা কামরায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন অভিযোগকারিণী। শনিবার দমদম স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপি।
শিয়ালদাগামী চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ফের প্রশ্নের মুখে পড়ে গেল মহিলা যাত্রীদের নিরাপত্তা। তবে এই প্রথম নয়, এর আগেও ট্রেনে বারবার সামনে এসেছে এই ধরনের ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় কিশোরীর বিবস্ত্র ছবি পোস্ট করে ২ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করল নাবালিকা। উল্টোডাঙা মহিলা থানার পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
ধর্ষণের অভিযোগে নিউ মার্কেটের (New Market) হোটেল থেকে গ্রেফতার মুম্বইয়ের দম্পতি। গত বছর মার্চ মাসে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাচ্ছে পুলিশ।
পুরভোটের আগে ফের উত্তপ্ত পানিহাটি (Panihati)। গতকাল রাতে ধানকল মোড়ে তৃণমূল (TMC) পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এর আগে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা নেয় পানিহাটির বিবিবাগান এলাকা। বিজেপি যুব মোর্চার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সম্পাদক জয় সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর করা হয় বিজেপি যুব নেতার গাড়ি। যুব নেতার কয়েকজন সঙ্গীকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুটি ঘটনার যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।