আনন্দ সকাল (Seg 2): বনগাঁয় বনভোজনে বিজেপির বিক্ষুব্ধরা, জল্পনা রাজনীতিতে | Bangla News
জোড়া বৈঠকের পরে এবার বনগাঁয় (Bongaon) বনভোজন। রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বাড়ালেন বিজেপির (BJP) বিদ্রোহী নেতা, বিধায়করা। গতকাল পিকনিকের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) নেতৃত্বে বৈঠক করেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতারা। বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। যদিও এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।
নিজের লোকসভা কেন্দ্রেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে পড়ল পোস্টার। রিষড়ার একাধিক জায়গায় শ্রীরামপুরে নতুন সাংসদ চাই লেখা পোস্টার পড়ে। মন্তব্য করতে চাননি তৃণমূল (TMC) সাংসদ। পোস্টারের নেপথ্যে বিরোধীদের দিকে তৃণমূল আঙুল তুললেও, পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।
এদিকে, পশ্চিম আফগানিস্তানে (West Afghanistan) জোড়া ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কাদিস জেলা। গতকাল ৩ ঘণ্টার ব্যবধানে দু'বার কেঁপে ওঠে কাদিস। প্রথমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। যার ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে গিয়েছে। মৃত্যু হয় ২৬ জনের। জখম হন বেশ কয়েকজন।