Ananda Sakal (Seg 2): সিআইটি পার্কে পুলিশের সামনেই বিজেপি এজেন্টকে মার| Bangla News
কলকাতা পুরসভার ভোট ঘিরে উত্তপ্ত ২২ নম্বর ওয়ার্ড। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিআইটি পার্কের বুথে বিজেপির এজেন্টকে পুলিশের সামনেই বেধড়ক মার। আক্রান্ত মীনাদেবী পুরোহিতের জামাই ও তাঁর ভাই। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।
হরিদেবপুরে নির্দল প্রার্থীর অনুগামীদের উপর হামলার অভিযোগ। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।'হামলার সঙ্গে তৃণমূলের যোগ নেই। নির্দল প্রার্থীর অনুগামীরাই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে।’ পাল্টা দাবি তৃণমূল প্রার্থী রত্না শূরের।
যে দলগুলির রাজ্যসভার (Rajya Sabha) সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেরকম পাঁচটি দলকে আজ বৈঠকে ডাকল কেন্দ্র। সকাল ১০টায় সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে ডাকা হয়েছে বৈঠক। ‘পাঁচটি নয়, ডাকা হোক সব বিরোধী দলকে।’ চিঠি দিয়ে জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ‘কোনও বৈঠকের প্রয়োজন নেই। আজ সকাল ১১টায় ১২ সাংসদের ওপর থেকে সাসপেনসন্ তুলে নেওয়া হোক। রাজ্যসভার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।’ তাদেরও চিঠি দেওয়া হয়েছে জানিয়ে দাবি তৃণমূলের (TMC)। ‘অধিবেশনের শেষপ্রান্তে এসে এভাবে কয়েকটি বিরোধী দলকে বৈঠকে ডাকা অন্যায়।’ সংসদ বিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়ে জানাল সিপিএম, সিপিআই।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়াল বাম ও কংগ্রেস। ৪৫ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়ালেন কংগ্রেস প্রার্থী। ব্রেবোর্ন রোডে আক্রান্ত কংগ্রেসের বুথ এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে বেলেঘাটায় থানা ঘেরাও করল বামেরা। বাঘাযতীনে বামেদের পথ অবরোধ।