আনন্দ সকাল (Seg 2): ট্যাবলো-বাতিল বিতর্কে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর | Bangla News
ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সাফাই দিয়ে, একের পর এক ট্যুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে, দুই কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি মানতে নারাজ তৃণমূল (TMC)। একই মত কংগ্রেসেরও (Congress)।
'ট্যাবলোটি পশ্চিমবঙ্গের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ট্যাবলোর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজনীতিকে। নেতাজিকে নিয়ে রাজনীতি করে এখানে লাভ তোলার চেষ্টা', ট্যাবলো-বিতর্কে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
বিজেপির (BJP) পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির পার্টি অফিস ঘিরে বিক্ষোভ। পদ্মশিবিরের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিবাদে থানায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আলতা-সিঁদুরের লেবেল, সিনেমার স্লাইড এঁকে যার পথ চলা শুরু হয়েছিল, সেই তিনিই দশকের পর দশক ধরে এঁকেছেন বাঙালির শৈশব, নস্টালজিয়া। থেমে গেল সেই রঙতুলি। চলে গেলেন বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টেদের স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath)।