Ananda Sakal (Seg 2): CPI বেড়ে ৭.৭৯ শতাংশ, কেন্দ্রের সমালোচনায় সরব তৃণমূল-কংগ্রেস ।Bangla News
ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে পুলিশ কর্মীরা কী দেখেছিলেন? তার উল্লেখ নেই কেন রিপোর্টে? প্রশ্ন বিচারপতির। ৩০৪-এর এ ধারায় মামলা কেন প্রযোজ্য হবে, সে প্রশ্নও তুলেছে হাইকোর্ট। বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা।
আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। বীরভূমের দেউচা-পাঁচামিতে মিছিল করে সুর চড়াল বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত। পাল্টা অভিযোগ শানিয়েছে তৃণমূল। সুকান্ত-শুভেন্দুকে গোব্যাক স্লোগান আদিবাসীদের একটি সংগঠনের। তাতে আমল দিতে নারাজ গেরুয়া শিবির।
রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে উপভোক্তা মূল্য সূচক। এপ্রিল মাসে উপভোক্তা মূল্য সূচক বা CPI বেড়ে হল ৭.৭৯ শতাংশ। এ’নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।