(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal (Seg 2): 'নো ফ্লাই' জোনের দাবিতে সাড়া নেই, NATO-র ভূমিকায় ক্ষুব্ধ জেলেনস্কি।Bangla News
এবার ন্যাটোর বিরুদ্ধে তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ হামলা এড়াতে দেশে নো ফ্লাই জোনের পক্ষে সওয়াল করে ইউক্রেন। গতকাল ন্যাটোর তরফে জানানো হয়, আকাশসীমা বন্ধে ইউক্রেনের দাবিকে সমর্থন করেনি কোনও দেশই। ন্যাটোর বার্তা পেয়েই সমালোচনায় সরব হন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, এর অর্থ প্রাণহানি নিশ্চিত জেনেও রাশিয়াকে আকাশপথে হামলা চালানোর ছাড়পত্র দিচ্ছে ন্যাটো। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জও শান্তি ফেরাতে রাশিয়া-ইউক্রেন আলোচনাকে স্বাগত জানিয়েছে। দ্রুত তা বাস্তায়িত করার চেষ্টা হবে বলেও আশাপ্রকাশ করেছে।
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেপোরিজিয়ায় হামলা। আগুন ধরে যায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ইউক্রেনের দাবি, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হামলা চালিয়েছে রাশিয়া। জেপোরিজিয়া হামলায় তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী।
এক সপ্তাহে তিন-তিন বার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে খুনের চেষ্টা করেছে রাশিয়া। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। তবে, তিন বারই রক্ষা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।