Ananda Sakal (Seg 2): হাঁসখালিতে BJP-র পাল্টা আজ দিল্লিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে TMC ।Bangla News
দিল্লি-হিংসায় ধৃত, মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ট্যুইট করে বলেছেন, তৃণমূল হল সেই দল, যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও, বিজেপির আক্রমণে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
রামপুরহাট এবং হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছিল বিজেপি। এবার জাহাঙ্গিরপুরী-হিংসার ঘটনায় দিল্লিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল। আজই রাজধানীতে পৌঁছবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি
জোড়া উপনির্বাচনে পরাজয়। বিজেপির অন্দরে বিদ্রোহের আগুন জ্বলছেই। বিজেপি একাংশের ক্ষোভ প্রকাশ্যে। নিচুতলাতেও শোনা যাচ্ছে বিদ্রোহের সুর। "আমরা জানি যে অপরিপক্ক একজন নেতা রাজ্যের আসনে আসীন। এর ফলে আমাদের যা ক্ষতি হওয়ার তা হচ্ছে," বললেন সিঙ্গুরের প্রাক্তন মণ্ডল সভাপতি সুকান্ত বর্মন।