Ananda Sakal (Seg 2): ভাটপাড়াকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে FIR, পাল্টা অভিযোগ সাংসদেরও| Bangla News
ভাটপাড়ায় রবিবারের অশান্তির ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করল তৃণমূল ও পুলিশ। পাল্টা মামলা দায়ের করেছেন অর্জুন সিংহও। আর এ নিয়েই অব্যাহত রয়েছে রাজনৈতির তরজা।
ইউনিয়নের দখল নিয়ে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। RSS’র শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের থেকে ইউনিয়নের দখল নিল তৃণমূল। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
কলেজ ইউনিয়ন থেকে ট্রেড ইউনিয়ন, দখলদারির রাজনীতি চালাচ্ছে তৃণমূল। গায়ের জোরে চলছে লুঠপাট। চিড়িয়াখানায় দুই ইউনিয়নের মধ্যে গতকালের গণ্ডগোল নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
ধুলিয়ানে দলের নেতা কর্মীদের হুমকি। হুমকি দেওয়ার অভিযোগ টাউন তৃণমূল সভাপতির। তৃণমূল নেতার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার শাসক নেতার।
আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালির সমুদ্র সৈকতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা সৈকতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত। এছাড়াও দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন।
ফিরছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে অনেক জায়গাতেই ঘন কুয়াশা চোখে পড়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার। কোথাও তারও নীচে। আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।