Ananda Sakal (seg 3): পুরভোটে অশান্তির প্রতিবাদে আজ বামেদের কর্মসূচি, কমিশনে নালিশ কংগ্রেসের| Bangla News
কলকাতা পুরসভা ভোটে বিভিন্ন ওয়ার্ডে আক্রান্ত বিরোধী দলের প্রার্থীরা। হাসপাতালে চিকিৎসাধীন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। ২১ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীও হাসপাতালে ভর্তি। ভোট সন্ত্রাসের অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস। আজ ও কাল প্রতিবাদ কর্মসূচির ডাক বামেদের। অশান্তির পাকানোর অভিযোগে গ্রেফতার দুই শতাধিক। বুথ দখলের কোনও অভিযোগ জমা পড়েনি। জানাল কমিশন।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়াল বাম ও কংগ্রেস। ৪৫ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়ালেন কংগ্রেস প্রার্থী। ব্রেবোর্ন রোডে আক্রান্ত কংগ্রেসের বুথ এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে বেলেঘাটায় থানা ঘেরাও করল বামেরা। বাঘাযতীনে বামেদের পথ অবরোধ।
রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা। নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এখানে তৈরি হয়েছে স্ট্রং রুম। বাইরে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। সঙ্গে লাঠিধারী পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
বুথ দখল, ছাপ্পা থেকে বিরোধী প্রার্থীকে মারধর। কলকাতা পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ উঠল। প্রতিবাদে পথে নামল বিজেপি। প্রচারে আসতে মিথ্যা অভিযোগ বিজেপির পাল্টা কটাক্ষ শাসকদলের।
আজ মরশুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন। গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শীতের। উত্তুরে হাওয়া বওয়ার কারণে এই তাপমাত্রা আরও কমবে। জেলায় জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি থেকে ৮ ডিগ্রিতে তাপমাত্রা নেমে গিয়েছে। জেলায় জেলায় শীতের আমেজ।