Ananda Sakal (Seg 3): CRPF পাহারায় SSC-র ডেটাবেস রুম, তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা?।Bangla News
স্কুল সার্ভিস কমিশনের দফতরে সিআরপিএফের প্রহরা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আজ অবধি সেখানে মোতায়েন থাকবে সিআরপিএফ। আদালতের নির্দেশে এসএসসি (SSC) ভবনের ডেটাবেস রুম সিল করেছে সিবিআই। শুক্রবার এই মামলায় রিপোর্ট পেশের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
SSC’র নিয়োগ-মামলা ঘিরে তোলপাড়ের মধ্যে, এবার বিজেপির অন্দরেও দানা বাঁধল চাকরি-বিতর্ক। দুই বিজেপি বিধায়কের আত্মীয়ের কল্যাণী এইমসে চাকরি পাওয়া নিয়ে, স্বজনপোষণের অভিযোগে সরব হল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
ফের দাম বাড়ল, রান্নার গ্যাসের। ফের বিপাকে সাধারণ মানুষ। ৩ টাকা বেড়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ১ হাজার ২৯ টাকা! আর সাড়ে ৮ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডার প্রায় আড়াই হাজার টাকা ছুঁইছুঁই।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)