Ananda Sokal: দিল্লিতে গেরুয়া ঝড়, কোন অস্ত্রে আপ বধ? ABP Ananda Live
Delhi Election Result: আম আদমি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লিতে জিতল বিজেপি। আর শুধু আম আদমি পার্টিই হারল না, হারলেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। অন্যদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা বিজেপির দখলে ছিল না। এবার, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হল। ঐতিহাসিক জয়। রেকর্ড জয়। বাম্পার জয়। দিল্লির বুকে ফের এক ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদি। আম আদমি পার্টিকে দুরমুশ করে, প্রায় ২৭ বছর পর দিল্লির পদ্মাসনে বিজেপি। শুধু, আম আদমি পার্টিই হারল না, হারলেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। যমুনায় সলিল সমাধি ঘটল কেজরিওয়ালের হ্যাটট্রিকের স্বপ্নের। উল্টোদিকে, স্বপ্নপূরণ করলেন নরেন্দ্র মোদি। মোদি ২০১৪ সালেই দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার, কেজরিওয়ালকে উড়িয়ে দিয়ে, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হল। ABP Ananda Live





























