Ananda Sakal (Seg 3): ছাপ্পা ভোট দেখলে EVM ভাঙার পরামর্শ BJP বিধায়কের, আক্রমণে TMC|Bangla News
হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। যদিও আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়।
এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়।
ন’মাস আগে, রক্তদান শিবিরের আয়োজন করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন আনিস খান। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু, এনিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এখন আনিসের মৃত্যুর পর, বাড়িতে পুলিশি পাহারা বসানো নিয়ে, পরিবারের প্রশ্ন, এই তৎপরতা আগে দেখানো হল না কেন?
দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে এই অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রার্থীদের মুখে নানা অভিযোগ শুনে তিনি অশোকনগর থানায় চলে যান। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছে প্রচারে বাধার অভিযোগ জানান তিনি। শাসকদলের বিরুদ্ধেই কংগ্রেস প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পুরভোটের প্রচারে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। গতকাল চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে তিনি দলের কর্মীদের বলেন, ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দিয়ে চলে আসবেন। তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একজন বিধায়ক এমন কথা বলতে পারেন কি না, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। বিধায়কের এই মন্তব্যের সময় মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।