Ananda Sakal (Seg 3): টানেলে জল ঢুকে বিপর্যয়, বউবাজারে পরপর বাড়িতে ফাটল।Bangla News
ফাটল নজরে আসার ৪৮ ঘণ্টা পর অবশেষে মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ করা সম্ভব হয়েছে বলে KMRCL সূত্রে দাবি। বউবাজারে দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজ চলাকালীন দেড় মিটার জায়গা জুড়ে ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। ১০টি জায়গা দিয়ে জল ঢোকা বন্ধ করা সম্ভব হলেও, একটি জায়গা তখনও বন্ধ করা যায়নি। KMRCL সূত্রে দাবি, বাকি একটি জায়গা দিয়ে জল ঢোকা এখন বন্ধ করা গেছে। তবে অন্য কোনও জায়গা দিয়ে ফের জল ঢুকতে পারে কি না, তা খতিয়ে দেখছেন KMRCL এর আধিকারিকরা। এই টানেলে জল ঢোকার কারণে প্রায় আড়াই বছর পর বউবাজারের দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজের জেরে বিপর্যয় হয়েছে। একাধিক বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় ঘর ছাড়তে হয়েছে বাসিন্দাদের।
পরপর বাড়ির দেওয়ালে চিড়। রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে, রাস্তায় দাঁড়াতে হয়েছে বউবাজারের দুর্গা পিটুরি লেনের বহু বাসিন্দাকে। কবে আবার বাড়িতে ফিরতে পারবেন, সেই উত্তর নেই কারও কাছে। নিরাপদ আশ্রয় হারিয়ে এখন সঙ্গী শুধুই অসহায়তা আর অনিশ্চয়তা।
বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপত্তির আঁচ পড়েছে স্বর্ণশিল্পেও! ২০১৯-এর পর আরও একবার! মেট্রোর কাজ চলাকালীন বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যেতেই দুর্গা পিটুরি লেনের ছোট সোনার দোকান ও কারখানাগুলিতে তালা ঝুলেছে। লকডাউনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ক্ষত! কীভাবে চলবে জীবিকা? দুশ্চিন্তায় স্বর্ণশিল্পীরা।