(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal (Seg 4): করোনা আক্রান্ত সুকান্তর শারীরিক পরিস্থিতি জানতে ফোন মমতার, পাল্টা ধন্যবাদ BJP-র রাজ্য সভাপতির| Bangla News
ডেল্টা বা ওমিক্রন নয়। একসঙ্গে দুটোই। সম্প্রতি, সাইপ্রাসের একটি গবেষণাগারে এরকম স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে, যেখানে ডেল্টা ও ওমিক্রন উভয়ের RNA’র উপস্থিতি রয়েছে। নতুন এই স্ট্রেনকে বলা হচ্ছে ডেল্টাক্রন।
করোনা আক্রান্ত হয়ে বিজেপির রাজ্য সভাপতি ভর্তি ঢাকুরিয়া আমরিতে। সূত্রের খবর, তাঁকে ফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। দ্রুত আরোগ্য কামনা করেন। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি।
করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ভর্তি ঢাকুরিয়া আমরিতে। সূত্রের খবর, গতকাল তাঁকে ফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। পরে নিজের ফেসবুক পেজ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান তিনি। কিন্তু সেখানে ধন্যবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি সুকান্ত মজুমদার। নিজের ফেসবুক পেজ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমার প্রতি যে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন তা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখালে আমি আরও খুশি হতাম।