আনন্দ সকাল (Seg 4): রেললাইনে লোহার পাত ফেলে তালদিতে অবরোধ | Bangla News
প্রথম ট্রেন বাতিলের প্রতিবাদে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ। শিয়ালদা দক্ষিণ শাখার তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে দেওয়া হয় আপ ক্যানিং লোকাল। অন্যদিকে, শিয়ালদা বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু করেন ফুল ব্যবসায়ীরা।
উলুবেড়িয়া সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনা হচ্ছে অন্যান্য চিকিৎসা সরঞ্জামও।
এদিকে, করোনা সংক্রমণ রুখতে ব্যারাকপুরে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা হয়েছে বিধাননগর পুর এলাকায়। হুগলি জেলায় ৩৪টি জায়গা হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।
কোভিড বিধি ঠিকভাবে পালন হচ্ছে কি না তা দেখতে অভিযানে নামলেন জলপাইগুড়ি মহকুমাশাসক। মাস্ক না পরলেই করা হচ্ছে পদক্ষেপ। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, রোগ নির্ণয়ে বাড়ানো হচ্ছে করোনা পরীক্ষা।