এক্সপ্লোর
Ananda Sakal(Seg-D): দার্জিলিঙে বড় ভূমিকম্প হলে জোশীমঠের চেয়েও ভয়ঙ্কর বিপর্যয় হবে, আশঙ্কাপ্রকাশ পরিবেশবিদদের
জোশীমঠের পরিস্থিতি দেখে উদ্বেগ বাড়ছে দার্জিলিংকে ঘিরেও। কারণ, জোশীমঠের মতো সেখানেও হয়ে চলেছে অজস্র নির্মাণকাজ। এনিয়ে ক্ষোভ আর আক্ষেপ আছড়ে পড়েছে স্থানীয়দের গলায়। দার্জিলিং-এ একটা বড় ভূমিকম্প হলে, জোশীমঠের চেয়েও ভয়ঙ্কর বিপর্যয় হবে, আশঙ্কাপ্রকাশ করছেন ভূবিজ্ঞানী ও পরিবেশবিদরা।






























