আনন্দ সকাল (Seg 2): পর পর ট্রেন বাতিল, শিয়ালদা দক্ষিণ ও বনগাঁ শাখায় অবরোধ | Bangla News
পরপর ট্রেন বাতিল হওয়ায় ভোর থেকে শিয়ালদার দুই শাখায় রেল অবরোধ। শিয়ালদার দক্ষিণ শাখার তালদি স্টেশনে রেললাইনে লোহার পাত ফেলে আটকে দেওয়া হয় আপ ক্যানিং লোকাল। নিত্যযাত্রীদের দাবি, আগে থেকে না জানিয়ে ভোর ৩টে ৪৫ মিনিটে প্রথম ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বনগাঁ শাখার ঠাকুরনগর (Thakurnagar) স্টেশনেও অবরোধ। পরপর দুটি ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ। এখনও চলছে অবরোধ, আটকে একাধিক ট্রেন। অবরোধের জেরে ভোগান্তির মুখে ট্রেনযাত্রীরা। ঘটনাস্থলে এসেছেন জিআরপি, রেল আধিকারিকরা।
রাজ্যে বিধিনিষেধ (COVID Restrictions) চালুর পর গতকাল দ্বিতীয় দিনেও এতটুকু বদলায়নি গণপরিবহণের ছবি। অফিস টাইমে লোকাল ট্রেন ও স্টেশনগুলিতে দেখা যায় উপচে পড়া ভিড়। শহর ও শহরতলির বাসগুলিতেও ছিল থিকথিকে ভিড়।
এদিকে, কলকাতা পুলিশেও (Kolkata Police) বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেনিয়াপুকুর থানার ওসি। রয়েছেন হোম আইসোলেশনে। এর আগেও করোনা আক্রান্ত হন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেবার ভর্তি করা হয় হাসপাতালে। পাশাপাশি সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক অরিজিৎ সিনহা।
অন্যদিকে, রাজ্য ও জেলাস্তরে নতুন কমিটি নিয়ে বিজেপিতে (BJP) অস্বস্তি। শান্তনু ঠাকুরের নেতৃত্বে চার বিধায়কের বৈঠকে একাধিক পদে বদল ও মতুয়াদের প্রতিনিধিত্বের দাবি উঠল। অন্যদিকে রাজ্য সহ সভাপতির পদ থেকে বাদ পড়া প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদারের বৈঠক ঘিরেও শুরু হল জল্পনা। এসব নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল।