CV Ananda Bose: শপথ সংঘাতের মধ্যেই রাজ্য সরকার-রাজ্যপাল টানাপড়েনে নতুন মোড়। ABP Ananda Live
শপথ সংঘাতের মধ্যেই রাজ্য সরকার-রাজ্যপাল টানাপোড়েনে নতুন মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। পাশাপাশি, বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুললেন সিভি আনন্দ বোস। রাজ্যপালকে পাল্টা কটাক্ষ-বাণে বিদ্ধ করল তৃণমূল কংগ্রেস।
কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে CBI তদন্তের দাবি জানাল বিজেপির প্রতিনিধি দল। শনিবার, নির্যাতিতার সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। আশ্বাস দেন পাশে থাকার। পাশাপাশি শনিবারই ঘটনাস্থলে আসে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল ।
অভিযোগ ছিল, কোচবিহারে বিজেপি করার জন্য়ই বিবস্ত্র করে মারধর করা হয়েছে মহিলাকে, যা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য় রাজনীতিতে। শনিবার, সেই ঘটনাতেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাল বিজেপি। CBI তদন্তের দাবি জানাল বিজপির ৭ সদস্য়ের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।